সতী লেখা জমা দিয়েছেন ২৫ নভেম্বর, ২০১৫ লিখেছেন আব্দুল মান্নান মল্লিক ১ Comment সতী আব্দুল মান্নান মল্লিক পতি বিনা পতিগৃহে তিক্তের স্বাদে, নির্বসিত্তা হয় সতী অপয়া অপবাদে। অনলে দহন হৃদয় হাসি তবু মুখে, দশ বছর পরে আজ দেখি সম্মুখে। জমানো ব্যথা ওই নিভৃতে অস্পষ্টে, অস্ফুটে নেত্রকোণে অপেক্ষায় কষ্টে। হাসি মুখ ছলনায় ব্যাথা ভরা বুক, নিভৃতে যায় কি ঢাকা হৃদয়ের দুখ। আচ্ছাদনে শুভ্র শাড়ি সিঁথাঙ্ক ফাঁকা, অকালে খুইয়ে পতি হস্তশুন্য শাঁখা। হিংসুটে শাশুড়ি যার পতিগৃহে বাস, পতি বিনা নারী জীবন হয় সর্বনাশ। সতী ফিরে বিমুঢ় হয়ে শৈশব গৃহে, কটুকথা বলে লোকে শশ্রুর নিগ্রহে। Post Views: ৫৯ 0.00 avg. rating (0% score) - 0 votes One thought on “সতী” সতী কবিতাটি লিখার উদ্দেশ্য হচ্ছে, নারীদের কিছু লাঞ্চনা দুর্দশার বাস্তব কথা। অকালে যদি কোনো নারী স্বামী হীন হয়, এমনটায় ঘটে। তাই ভবিষ্যতের কথা ভেবে পুরুষদেরও নজর রাখা একান্তই দরকার, সংসার পরিবেশ সেইভাবেই গড়ে তুলতে হবে। Comments are closed.
সতী কবিতাটি লিখার উদ্দেশ্য হচ্ছে, নারীদের কিছু লাঞ্চনা দুর্দশার বাস্তব কথা। অকালে যদি কোনো নারী স্বামী হীন হয়, এমনটায় ঘটে। তাই ভবিষ্যতের কথা ভেবে পুরুষদেরও নজর রাখা একান্তই দরকার, সংসার পরিবেশ সেইভাবেই গড়ে তুলতে হবে।
সতী কবিতাটি লিখার উদ্দেশ্য হচ্ছে, নারীদের কিছু লাঞ্চনা দুর্দশার বাস্তব কথা। অকালে যদি কোনো নারী স্বামী হীন হয়, এমনটায় ঘটে। তাই ভবিষ্যতের কথা ভেবে পুরুষদেরও নজর রাখা একান্তই দরকার, সংসার পরিবেশ সেইভাবেই গড়ে তুলতে হবে।