সোনার দেশে সোনার মা
—————————-শফিক তপন
এই বাংলার আকাশে আর বাতাসে মিশিয়া
আছে আমার মায়ের সু ঘ্রাণ ,
সেই নির্মল মুক্ত বাতাসের নিঃশ্বাস লইয়া
বুক ভরিয়া বাঁচে এই দেহ-প্রাণ ।
মাগো মা তোমার মুখের হাসিতে উঠে ফুটিয়া
এই প্রিয় সোনার দেশের নাম,
তোমার দুই চোখের মধুময় স্বপ্নে তিলেতিলে
রচিয়াছে আমার জীবনের দাম ।
মাগো তোমার রূপের আভা ছড়াইয়া পড়িছে
এই প্রকৃতির অনবদ্য অভিলাষে,
তাই এই প্রকৃতিকে আমি এতো ভালোবাসি
প্রকৃতিও বুঝি আমাকে ভালবাসে ।
এমন একটি সোনার দেশ নাম বাংলাদেশ
যেথা আমার সোনার মায়ের বাস,
সেই সোনার দেশের সোনার মাকে ঘিরিয়া
আমার যত সাধ স্বপ্ন ও অভিলাষ ।