দুঃখহীনতার অপর নামই সুখ

এখনও পৃথিবীটা ঘুরে বিষণ্ণ উদ্দেশ্যে
স্রেফ দুঃখকে এড়িয়ে চলবে বলে,
এদিকে মানুষ ঘর বাঁধে সুখের আশায়
আনমনে ভুলে বসে মৌসুমি দুঃখের কথা।

দুঃখ আসে ঘূর্ণিঝড় হয়ে
নরম রোদ হয়ে
অথবা চাঁদোয়া আকাশের শান্ত চাঁদ হয়ে।

আসলে পুরো জগতটায় একটা স্রেফ দুঃখময় খেলা
যে জানে সেই বোঝে সুখ বলতে আসলে কিছু নেই,
স্রেফ ঈশ্বরতুল্য এক ধারণায় বটে;
তাহলে সুখের অনুভূতিটা কি!
যখন মানুষ দুঃখ থেকে নিজেকে নিরাপদ রাখতে জানে!!-
এই দুঃখহীনতায় আসলে সুখ!

৬ই অক্টোবর, ২০১৫

0.00 avg. rating (0% score) - 0 votes