শুধু ই কি বাহানা

শুধু বাহানা, খুনসুটি,
ওম পেয়ে হাত দুটি।
যখন চিমটি কাটে, ঠোটটাতে ভুলে
আদরের আদ্রতা,এতটা অভদ্রতা,
সামলাবে কেন এলো চুলে !!!

তোর খোলা পিঠে হাত টানি,
আর এটা ভেবে হয়রানি,
কি করে সে চাহুনি টা,
বলছিলো মিছে !
আর স্মৃতির বুকেরই খাঁজে,
আজো আমি মাঝেমাঝে,
যদিও উপরে উঠি, তবু
নামি নিচে…………………….

আমি তলিয়ে যাচ্ছি, ধর তুলে
যদিও সহজে যাই না কিছু ভুলে,
তাই যেটুকু সম্বল,তা বগল দাবা করে,
নিয়ে নিলাম একটা লম্বা ছুটি,
আর হবে না বাহানা ,খুনসুটি
শুধু বিদায়ের কাঁপা ঠোঁট দুটি,
মনে পড়ে…………………

0.00 avg. rating (0% score) - 0 votes