সেই প্রিয় চোখ,সেই অপলক
তাকিয়ে ,তুমি আর নেই,
সেই প্রিয় ঠোঁট,বলে অকপট,
আমায় যে দরকার নেই
সেই কালো চুল, আজও মশগুল
ওড়ার কোন নাম নেই,
আঙুলের ঘাম করে বদনাম,
আমার কি তাই দাম নেই !!!
তুমি শিরোনামহীন বুকের গহীন
পাঁজর ঘেঁষা দুঃখ,
আর সর্বনামই হলাম আমি,
হলাম না আর মুখ্য ।।
জানি প্রিয় নই,তবু যুতসই
উত্তর আমি পাই না,
দক্ষিন দ্বারে উপসংহারে,
সুচনা আবার চাই না !!!
বদলে যাওয়া বিষয়টা কবি তার নিজস্বতা দিয়ে ভালোই ফুটিয়ে তুলেছেন।