তাসের ঘর

পাচ্ছিনা টের আমার তাসের,
যাচ্ছে ভেঙে ঘর,
আসছে ধীরে মন গভীরে
কালবৈশাখী ঝড়,
যাচ্ছি সয়ে,বলে কয়ে
আর কত যায় পারা !
বলতে যদি আজ অবধি,
কেন ছন্নছাড়া!

একলা হেঁটে বুক পকেটে
দুঃখটা সঞ্চয়,
মুখ্য বলে নেই কিছু আর,
নেই হারানোর ভয়,
সেই কবেই পুণ্যগুলো,
ইচ্ছে করেই পাপ,
তাই জমেনি তোমার আমার,
বিদায়ী সংলাপ………………………………।

0.00 avg. rating (0% score) - 0 votes