কোন মানে নেই,তোমার………… !
অব্যয় মেঘে ভাসি,
আমার বিশেষ্য উল্লাসী
আমি ছিলাম,সর্বনাম
সেটা কি বোঝা যায় না ?
প্রত্যয় নেই পায়ে,
অথচ সন্ধির সে বিদায়ে,
অন্য কড়া লিকারের চায়ে,
বিশেষণ কি খোঁজা যায় না?
তাই পার্শ্ব প্রতিক্রিয়া,হয়েছে
ক্রিয়া ব্যাকরণে,
আমি শেষের কবিতা বরাবর,
আহত চরণে,
আমি জানি ঠিকই,কারো মৌলিকই
আমি নই !
হয়রানি ঠিকই,তবে বাইরে
আমার হৈচৈ,
সপ্তমী চাঁদে,তোমার বাড়ির ছাঁদে
আমার কষ্টের চলে,
রিহারসেল,
সেজেছি সব্যসাচী,ধ্বনির কাছাকাছি
থেকেও শব্দেরা বলে,
চালাবে সাইকেল,
আমি অকারনে ব্যাকরণে
আসি নিয়ে ইচ্ছেদের,
আমি এমন একটা সন্ধি ,
যার বিচ্ছেদের,
কোন মানে নেই…………………………..