ইচ্ছে হলে

😉

ইচ্ছে হলে আসতে পারো,মেঘ করেনি মানা :/
এই শরতে বৃষ্টি হতে,লাগে না বাহানা 😀
ঘামলে নাকে জোছনাকে,বলবো গিয়ে বাড়ি 🙁
তোমার গালে সাতসকালে,করবো নজরদারি 😉

আমার গ্রহর রাতজাগা ভোর,
এই আশাতেই মরে,
নাও ভাসাতেই লাগলে ভাটি,
ফিরবো অগোচরে,
রাখলে মাথায়,বলবে মাটি,
রাখতে তোমায় কোলে,
ভাঙলে আমায় নিয়ো গড়ে,
তোমার ই আদলে 🙂

দিচ্ছে তাড়া ছন্নছাড়া,খামখেয়ালী মন 🙁
আড়চোখে তাই টের পেয়ে যাই,কতোটা আপন! :O
মধ্যরাতে ঘুম কুঁড়াতে,ফিরবো না আর বাড়ি,
সকাল সকাল ঠোঁটে কপাল,করবে নজরদারি 😉

*ইমো দিলাম,কারন মনে হলে,অনুভূতিটা এমনই 🙂

0.00 avg. rating (0% score) - 0 votes