সুরধ্বনির কিনারায়

সুরধ্বনির কিনারায় । শফিক তপন

—————————————–

সুরধ্বনির বিকশিত সুর চির সু-মুধুর সঙ্গীত জগতে,
স্বদেশ প্রেমী সুপ্রিয় জ্ঞানী সঙ্গীত শ্রোতাদের অভিমতে ।
সুরধ্বনি আজি জাগিয়া উঠিয়াছে আশার কিরণ রুপে
সকলের মনে প্রাণে ধ্যানে মিশিয়াছে নিভৃতে চুপেচুপে ।

সুরধ্বনির সুর শুধু রুদ্রবীণা আর তানপুরাতেই নয়,
তাহা গরীব দুঃখীদের প্রাণের স্পন্দনেও ধ্বনিত হয় ।
বাংলার গরীবদের দুর্দশা যখন জাগিয়া উঠে প্রকাশে,
তখন সুরধ্বনির অর্থ বরাদ্দ হয় গরীবদেরই সকাশে ।

বঙ্গ সংস্কৃতির আড়ম্বরে নির্বিঘ্নে নিবেদিত গান যত,
নির্মল লীলায়িত সুর লহরীতে উদ্ভাসে প্রাণে অবিরত ।
ক্যানবেরার আকাশে বাতাসে এবং মাটিতে উঠে রনি,
শৈল্পিকতার ছন্দে পরিপূর্ণ সকলের অভ্যর্হিত সুরধ্বনি ।

0.00 avg. rating (0% score) - 0 votes