আমায় একটু আকাশ দেবে
তোমার মনের ওপাস থেকে
যেই পাসেতে উদাশ হাওয়া
উদাশ মেঘের জটলা থাকে,
সেই পাসেতে রঙিন সুতায়
ছোট্ট একটা ঘুড়ি ওড়াব !
আমায় একটু চক্ষু দেবে
তোমার চোখের সাগর থেকে,
আধার চোখের সাগর পাড়ে
একবার আমি নাইতে জাব!
আমায় একটু বসতে দেবে
হৃদ উঠোনের দখিন পাসে,
এ পাসটাতে ছোট্ট একটা
হাসনাহেনার গাছ লাগাব!
আমায় একটু স্বপ্ন দেবে
স্বপ্ন মালার শেষের থেকে
রংধনুটার একটু এনে
স্বপ্ন তোমার রাঙিয়ে দেব!
আমায় একটু রাত্রি দেবে
মন ফাগুনের রাত্রি থেকে,
বটের তলে নিরব বসে
রাখালী বাশির গান সোনাব!
আমায় একটু বাতাস দেবে
হৃদপাথারের ওপাস থেকে,
চৈতী রাতের হিমেল হয়ে
গোপনে তোমার গায় জড়াব!
আমায় একটু জীবন দেবে
ওই জীবনের কিনার থেকে,
এই জীবনের রংতুলিতে
ওই জীবনটা রাঙিয়ে দেব!