তূরুপ

———
বায়ান্ন তাশের আসরে যদি একটা দানও পেতাম,
আমি ধন্য হতাম,
তুমি তিল তিল করে ছিনিয়ে নিলে
অন্তর থেকে বহু দুরে অন্ধকারে
ছড়িয়ে থাকা আশা গুলি ও।

খুব যতনে কুড়িয়ে রাখা ভালবাসাটুকু
তাও নিয়ে গেলে ;
ফরমালিনে চুবিয়ে রাখা স্বপ্নের সারি
আকাশ থেকে বহু দুর ঐ নিহারীকায়,
লুকিয়ে রেখে ভেবেছিলাম তোমায় দেব,
তাও নিয়েগেলে!রেখে গেলেনা
ক্ষুদ্র একটা ধুলিকনাও ।।

আমি শাহেব গোলাম বিবির মাঝেই হারিয়ে গেলাম।
কিছুনা পেলাম।
আমার দিনের সূর্যের আলো
তাড়িয়ে দিলে,
এক পসলা বৃষ্টির মেঘে সওয়ার হয়ে
বজ্র বেগে ;

পৃথিবীরর দুর অস্ত পথের শির্ষ চুড়ায়
থামিয়ে দিলে,
সব হারাবার সরল রেখার অন্তে গিয়ে
দাড়ি এঁকে ।।

এখন-আমার দুনিয়া উজ্জল হয়
নিকষ কালোয়,
আর-তোমার দুয়ারে কড়ানেড়ে যায়
পূবের আলোয়।

তাই শেষের দানের শেষের তাশে
সুযোগ বুঝে তূরুপ দিলে ?
আমার চোখের যত্রা পথেই
সখার হাতে হাত রাখলে!

খুব হেসে নিয়ো, সুখ পেলে কোন
এই সর্বহারার স্বরুপ দেখে,
কোন এক দিন মাফ করে দিয়ো
তোমার ব্যালায় এমন হলে।।

0.00 avg. rating (0% score) - 0 votes