বাংলাদেশকে ভালবাসিয়া

বাংলাদেশকে ভালবাসিয়া
————————————————————————–

আমার সোনার দেশটারে কত যে ভালবাসি যার ভূমি সোনার চেয়েও খাটি,
কত মনোরম সুজলা সুফলা শস্য শ্যামলা সারাদেশ কতনা সুন্দর পরিপাটি ।
ভোরের সূর্যে স্নান সারিয়া খোলা বাতাসে বুক ভরিয়া মেঠো পথেপথে হাটি,
দুই চোখ ভরিয়া দেখিয়া লই কি সুন্দর সোনা ফলায় আমার দেশের মাটি ।

দেখি লাঙ্গল জোয়াল বলদ লইয়া সাথে কৃষক তাড়াতাড়ি ছুটে ক্ষেত চাষে,
কেহকেহ খোলা আকাশের নীচে হাল বায় বৃষ্টি বাদলে কিংবা মুক্ত বাতাসে ।
মাঝিরা পাল তুলিয়া নাওয়ে বইঠা ধরে পদ্মা মেঘনা কিংবা যমুনার বুকে,
উথাল পাতাল ঢেউয়ের তালেতালে কখনো ভাটিয়ালী গান ধরে মনের সুখে ।

কেহকেহ মাছ ধরিতে যায় পুকুরে খালে বিলে জলাশয় কিংবা নদীর ধারে,
গাঁয়ের বঁধু নদীতে নাইতে আসিয়া আঁচল দিয়া তাঁর লাজ ঢাকে বারেবারে ।
অনেক দুরের পথ বাহিয়া কেহ যায় গাঁয়ের হাঁটে সওদা করে তাড়াতাড়ি,
বেগ ভরিয়া হাঁতে কাঁধে মাথায় করিয়া সন্ধ্যার আগে ফিরিয়া আসে বাড়ি ।

ঘরের বউ ঝি চাকরানী রান্নার আয়োজন করে সকালে ঘুম হইতে উঠিয়া,
কেহকেহ নাস্তা সারিয়া রিক্সা টেম্পু বাসে চড়িয়া যেযার কাজে যায় ছুটিয়া ।
সকাল দুপর সাঁঝে শত কাজের মাঝে দুখেসুখে কাটে কাঁদিয়া আর হাসিয়া,
সকলে মিলিয়া এমনি করিয়া জীবন ভরিয়া বাঁচি বাংলাদেশকে ভালবাসিয়া ।

————————শফিক তপন

0.00 avg. rating (0% score) - 0 votes