আমি নদী,
এক খরস্রোতা নদী।
হিমালয় থেকে সুদুর দূরে এসেছি
পলিতে পলিতে ভূমি গড়েছি
নদীর পাড় ভেঙ্গেছি
মানুষকে সর্বস্বান্ত করেছি।
তুমি আমাকে থমকে দিয়েছো,
শান্ত করেছো
আমার হিংস্রতা কেড়ে নিয়েছো,
কেবল তোমার কাছে এসেই
আজ আমার কিছুই নেই।
আমার জল আজ স্থবির
নদীর পাড় ভাঙ্গার শক্তি
জাহাজ ডোবানোর গভীরতা নেই
মাঝিকে ভয় দেখানোর সাহস নেই
কেবল তোমার কাছেই হলাম সর্বস্বান্ত।
আজ নদীর পাড়ে তোমার ঘর
আমার জলে তোমার সাঁতার
ভিনদেশীদের জাহাজে তোমার দৃষ্টি
মাঝির নৌকার পালে তোমার হাসি
তুমি সর্বনাশ করেছো সর্বনাশী।
আমি নদী,
আজ এক স্রোতহীন নদী
হিমালয় থেকে তোমার কাছে এসেছি
পরতে পরতে ভালবাসা জমিয়েছি
নিজের অস্তিত্বকে বিলীন করেছি
তোমাকে ভালবেসেছি
আজ আমি নিজেই সর্বস্বান্ত…………….