আগমণী বার্তা
এনাম রাজু ( স্তব্ধ হিমু)
পায়চারি হয় নিত্য দিন মন কারাগারে,
সূর্যকিরণ খেলবে বুঝি এয়ার স্টেশনে।
সুখ ক্ষুধাটা নাম নিয়েছে ভেনাস
ফ্লাইট্রাপ
মহাসাগর,ডেট সী,অন্ধকুপ ঘর করবে
অক্টোপাসের মতো গ্রাস।
ভয় হয় বড় ভয়,ভয় দিয়েই করব সবি জয়,
ট্রয়ের ইতিহাস,সিরাজের
পতন,ভ্যাটিকানের আয়তন,
বড় ভাবুক তৈরি করেছে হৃদয়।
ওজন স্তরটা নড়েবড়ে
চোখ সীমানা পেড়িয়ে আবির্ভাব করবে
চন্দ্রাকাশ।
সক্রেটিসের বিষের পেয়ালা,প্লেটোর
রিপাবলিক থেকে অর্জিত শিক্ষা,
একটি শক্ত সিন্দাবাদ হতে নিয়েছি
দীক্ষা।
ভয় হয় বড় ভয়,ভয় থেকেই জন্ম আমার
বিশ্বকে জঞ্জাল মুক্ত করবো,বিদ্ধাশ্রম
ধ্বংস
হাজারো মাতৃমঙ্গল হবে জন্ম,
প্রত্যেক নবজাতক গাইবে সুখের গীত
লেডি উইথ দ্যা ল্যাম্প,মাদার
তেরেসা,মহাত্মাগান্ধী,ক্ষুধিরামকে
ছাপিয়ে নিজেকে মানবতার দ্বারে
চেনানো হবে ধর্ম।
এই অঙ্গিকার দিয়েছি ভ্রষ্ট মানবজাতকে,
জন্ম আমার বাঙ্গালির জাত চেনাতে বিশ্ব
মানবতার দ্বারে।