অন্তর্দাহ
এনাম রাজু(স্তব্ধ হিমু)
আকাশ-পাতালের ব্যবধান বড় বেশি
কল্পনা-আমার মধ্যে গড়ছে দিবারাত্রি,
সীমানার কারণে পর্বত নাম নিয়েছে
পাহাড়
কষ্ট নাম নিয়েছে কাছে পাবার আকুতি।
এখনো তোমাকেই মাথার মুকুট বানিয়ে
রাখি,
নিত্যদিন ভেঙ্গে চুড়ে নতুন করে গড়ি,
দুরুত্বটা নীল নদের এপাড়-ওপাড় কিংবা
কয়েক ক্রোশ কমবেশি।
বহুকাল পরেও ডাইরিতে নামটি লেখা হয়,
বারবার ছবি এঁকে ছিঁড়ে ফেলি,
ছবি ছিঁড়ে নিজেই কাঁদি কল্পনা।
লোমকুপের প্রতিটি ছিদ্রে ছিদ্রে,
নিঃশ্বাসের গ্রহণ-বর্জন শুধু কল্পনা।
যৌবন মহাকাশে বেড়াতে গিয়ে বার্ধক্য
এনেছে,
ছিটেফোঁটা পরিবর্তন ঘটেনি আজও।
শিশিরের জলে স্নান করে শুদ্ধ হই,
বিজলির রুপ খুজে ফিরি কল্পনা।
রাত্রি কাটে বিছানার এপাশ-ওপাশ করেই
টিনের ফাঁকে চাঁদ চোখে আসেনা,
কষ্ট যে চোখ-মুখ শরির করেছে আবৃত কল্পনা,
শৃঙ্খল বেড়ি রেখেছে পড়িয়ে সমস্ত পৃথিবী।
অপেক্ষা চাঁদের অবসানে সূর্যের আলোর
বিড়ালি হাতের ফিরে পাওয়া স্পর্শ।