মৃত্যুর আগে
মন ভরে দেখে যেতে চাই
পৃথিবীকে, হিমালয়ের সর্বোচ্ছ চূড়া
সূউচ্চ পুলপিট রকের উপর থেকে
অথবা অপরুপ নরোঙ্গোরো ক্রেটার।
দেখে যেতে চাই
লুকানো পৃথিবীর রং
আল-কালব ভ্যালির জেইটা
বর্নীল ভূগর্ভস্থ চুনাপাথর গুহা;
পেমব্রোকসায়ারের সমুদ্র ঘেসা
পথটাতেও হেটে যেতে পারি;
লেক পানগং অথবা হতে পারে
নরওয়ে’র গেইরাংগারপোড।
জিওযাইগু, ভারডন নদীতে
নৌকা ভাসালেও মন্দ হয় না!
যেতে পারি
সেলজালেন্ডসপস জলপ্রপাত;
অথবা কেনেডার মোরেইন লেক এ
হয়ত গা ভেজাতে পারি
শেষ বারের মত
গাসকেট ডেল মুলিনো’র
নরম গরম জলে;
অস্ট্রেলিয়ার উইলিয়াম বে তেও যেতে পারি
যেতে পারি লওটারব্রোনেন ভ্যালি তেও
লেক টিটিকাকা বোট হাউসেও থাকতে পারি
থাকতে পারি লেক ফ্লিটভাইসেও।
ও হা,
নদী ডাকাতীয়া, গ্রাম প্রশন্ণপুর
দেখা যেতে পারে শেষ বারের মত!
দেখা যেতে পারে…
নাহ, ও সব কিছুই মন চাইছে না আর।
মৃত্যুর আগে
তুমি থেকো সোনা, আমার মৃত্যু শয্যায়
তোমার হাতটা রেখ, আমার বুকে,
আমি দু’হাত দিয়ে আকড়ে ধরে
মন ভরে দেখে যেতে চাই
বাতাসী তোমায়, মৃত্যুর আগে!
==============================================
পুলপিট রক (Pulpit Rock, Preikestolen, Norway)
নরোঙ্গোরো ক্রেটার (Ngorogoro Crater, Tanzania)
জেইটা (Jeita Grotto, Nahr al-Kalb Valley, Lebanon)
পেমব্রোকসায়ার (Pembrokeshire Coast Path National Trail, Wales, UK)
লেক পানগং (Pangong Tso Lake, India-China)
গেইরাংগারপোড (Geirangerfjord and Nærøyfjord, Norway)
জিওযাইগু (Jiuzhaigou National Park, Sichuan Province, China)
ভারডন (Verdon Gorge, Provence, France)
সেলজালেন্ডসপস জলপ্রপাত (Seljalandsfoss Waterfall, Iceland)
মোরেইন লেক (Moraine Lake, Banff National Park, Alberta, Canada)
গাসকেট ডেল মুলিনো (Cascate del Mulino, Saturnia, Tuscany, Italy)
উইলিয়াম বে (William Bay, Western Australia)
লওটারব্রোনেন ভ্যালি (Lauterbrunnen Valley, Switzerland)
লেক টিটিকাকা (Lake Titicaca, Bolivia/Peru)
লেক ফ্লিটভাইস (Plitvice Lakes, Croatia)
=====================================
ক্যানবেরা
৯ অক্টোবর ২০১৫