যে আছে মোর দেহের কাছে —-শফিক তপন
——————————————–
যে আছে মোর দেহের কাছে
সেকি আছে মোর মনের মাঝে
আমিকি গো তাকেই খুঁজি তাকেই
পূজি সকাল দুপর সাঁঝে ?
——————————
যার সাথে মোর মাতা মাতি
সেকি আছে মোর জীবন সাথী
আমিকি গো তাকেই চাই তাকেই
পাই মিলিমিশি দিবস রাতি ?
———————————-
যারে আমি কাজল পরাই কখনও
সখনও চোখে অশ্রু ঝরাই
আমিকি গো তাকেই ধরি তাকেই
গড়ি যে দেহে সুখ ভরাই ?