বাবা ও মেয়ে ——- শফিক তপন
—————————————————
সৎ, সত্যবাদী ও নির্ভীক আমার পরম আত্মীয় যিনি,
জন্মদাতা অতি প্রাণ প্রিয় মানব আমার বাবা তিনি ।
যাঁর অশেষ দোয়া আদর স্নেহ ও মমতায় বেঁচে রই,
যিনি শ্রদ্ধেয় জনক মোর আমিতো তাঁকেই বাবা কই ।
—
এই সংসারে যাঁর আদর সোহাগে আমি হয়েছি বড়ো,
যাঁর কঠোর শাসনে সবে থাকতাম সদা জড়ো সড়ো ।
যিনি সংসারের সকলের মধ্য মণি যাকে ঘিরে হৈচৈ,
যিনি বট বৃক্ষের মত ছায়া দেন তাঁকেই বাবা কই ।
–
অসহায় হাড্ডিসার তাকিয়ে থাকেন ফেল ফেল করে,
যাঁর জন্য এই শূন্য বুক সদা হাহা করে কেঁদে মরে ।
বিছানাতেই দীর্ঘ দিন আজ নেই সেই পৌরুষ আভা,
কিযেন বলতে চান নাপেরে শুধু কাঁদেন মোর বাবা ।
–
বাবার ঘর ছেড়ে এক সময় শ্বশুরবাড়ি চলে আসি,
মনে হয় বাবাকে মনে প্রাণে ধ্যানে আরো ভালবাসি ।
পরম পূজনীয় পিতৃদেব তোমার স্মরণে কেঁদে মরি,
সর্বদা তুমি ভালো থেক সুস্থ থেক এই দোয়া করি ।