প্রতিবাদের ভাষা-শাহিনুর রহমান সোহাগ
প্রতিবাদের ভাষা-শাহিনুর রহমান সোহাগ, সি.পি রোড, বাংলাহিলি
প্রতিবাদের ভাষা আমি জানি শুধু একটাই
সব অন্যায়ের বিরুদ্ধে আমি শ্লোগান দিতে চাই ।
সুদ খাও ঘুষ খাও কর চাঁদাবাজী
ইচ্ছে হলে মদ খাও কর চোরাকারবারী।
মানা তোমায় করবে না কেউ রুখবে না কেউ ভাই
সব অন্যায়ের বিরুদ্ধে আমি শ্লোগান দিতে চাই।
কত শত বললাম নিয়ো নাকো যৌতুক
সমাজ তোমায় ঠাট্টা করবে, করবে উপহাস আর কৌতুক
শুনলে না তুমি মানলে না মোর উপদেশ বাণী
করলে না মনে, যৌতুক নিয়ে হয়েছে মানহানি।
বলব না তোমায় করব না মানা করব না সাবধান
জানি আমি সব অন্যায় শ্লোগানেই সমাধান।
দরকার হলে লাঠি সোটা নেব লাগাব দু’ঘা
তবুও যদি সোজা না হও তবে তুলে দেব বুকে পা।
কথাগুলো শুনে তিতো লাগে মুখে, থু থু করে ওঠ
মনে রেখ, শ্লোগানে মিছিলে তাড়াবো তোমাদের
কোটি জনতা আগুন চোখে নিয়েছি এই ব্রত ॥