জেগে থাকি সারারাত

জেগে থাকি সারারাত
___নিয়াজ মাহমুদ

কুসুমের ঘুম নেই সারা নিশীভর
সুবাসিত করে রাত নেই অবসর।
আমিতো কুসুম নই কেনইবা তবে
সারারাত জেগে থাকি একাকী নিরবে?

পাখিদের ঘুম নেই নিশী বয়ে যায়
গানে-গানে মাতোয়ারা আঁধারের গায়।
আমিতো পাখি নই কেনইবা তবে
জেগে থাকি সারারাত একাকী নিরবে?

তারাদের ঘুম নেই আকাশের গায়
রাতের সঙ্গী হয়ে জাগে পাহারায়।
আমিতো তারা নই কেনইবা তবে
জেগে থাকি সারারাত একাকী নিরবে?

0.00 avg. rating (0% score) - 0 votes