খোদার প্রেম

খোদার প্রেম শফিক তপন

———————————————

তুমি আমার প্রাণ গো খোদা তুমিই আমার জান,

এই বুকের ভিতর রয়েছে যত তোমার গুণ গান ।

সর্বদা তোমায় সেবি তোমায় খুঁজি তোমায় শ্মরি,

তোমার কথাই ভেবে আমিযে সেজদায় রই পড়ি ।

তোমারই নাম জপি আমি আমার প্রতি দমেদমে,

তোমার ধ্যান তোমার জ্ঞান বুকের মাঝে জমে ।

সুখ ও দুঃখের কথা আমি তোমাকেই বলে যাই,

তুমি ছাড়া এদুনিয়ায় আরতো কোন মাবুদ নাই ।

ইচ্ছা মত  ডাকি তোমায় আমি মন যখনই চায়,

তোমার সাথে প্রেম হয় আমার চোখের ইশারায় ।

বন্দেগীতে দেখা সাক্ষাৎ সে কত বড় মনোহারী,

তোমার প্রেমেতেই পাগল আমি গোপন অভিসারী ।

0.00 avg. rating (0% score) - 0 votes