এক জীবনের ভালবাসা

এক জীবনের ভালবাসা

—————————
তুমি আমার আর আমি তোমারই
এত টুকুই আশা,
এক জীবনের এক বন্ধন দু জনের
শুধু ভালোবাসা ।

এক জীবনের বেঁচে থাকা শুধু যে
তোমাকে নিয়ে,
ভরব তোমার আমার সুখ-দুঃখ
আশা-সপ্ন দিয়ে ।

জীবনটা অনেক ছোটো সময় যায়
দ্রুত ফুড়িয়ে,
যতো পারি ভালবাসা এক জীবনে
নেবো কুড়িয়ে ।

আরো একটু ভালো করে দেখবো
চোখ দুটি ভরে,
চাইবো দুজন দুজনকে আরো একটু
আপন করে ।

এক জীবনের ভালোবাসা সোনার
চেয়েও যে দামী,
জীবনে মরনে সুখে দুখে একসাথে
তুমি আর আমি ।

0.00 avg. rating (0% score) - 0 votes