তুমি আমার মনের মানুষ আমার জানের জান,
তোমায় বন্ধু না-দেখিলে বাঁচেনা আমার প্রাণ।
তুমি ওগো লক্ষ তারা আসমানের ওই চান,
তুমি আমার ভালোবাসা হৃদয়ের এই শান।
তুমি আমার প্রাণ পাখি আমার প্রাণের ময়না,
তোমায় আমি কিনে দিব তোমার গায়ের গয়না।
তুমি আমায় পাখির মতো শুনাও বন্ধু গান,
তাই তো তোমায় ভালোবেসে দিলাম মন ও প্রাণ।