খোদার কুদরত-শাহিনুর রহমান সোহাগ, হিলি, হাকিমপর
সোনালী ধানে খুশি আনে
কৃষকের মুখে হাসি,
শত অপেক্ষা কত পরিশ্রমের
ফল দিলেন খোদা আজি।
ছোট্ট যে বীজ শত অনিশ্চয়তায়
বুক রেখে বল বুনি,
না জানি দূর্যোগ অথবা বালাই
কখন কোন অশনি সংকেত শুনি।
যখন সুবজে বাতাসের ঢেউ
উথাল পাতাল করে,
আনন্দে মন নেচে ওঠে তব
মাথা নত হয় খোদার কদরতে ॥