চলে যাচ্ছি

প্রিয়তি,
আমি চলে যাচ্ছি…
যেভাবে এসেছিলাম ঠিক ওভাবে।
তোমার পৃথিবীটা আমার আজকাল বড়ই বেমানান লাগে!
বড্ড চেষ্টা করি; তবুও বুজিনা তার প্রক্রিয়াঃ
-এই মেঘ, এই বৃষ্টি; আবার আকস্মাত সূর্যের রাজত্ব!
কিছুই বুঝিনা! বড্ড চেষ্টা করি তবুও।
অথচ, এই কয়েকদিন আগে কত সহজেই না বুঝতাম সব; নিত্য পেতাম আবহাওয়ার পূর্বাভাস।
আজকাল কিছুই বুঝিনা।
তবে কি আমি আমার অধিকার হারিয়ে ফেলেছি? না’কি তুমিই কৌশলে কেড়ে নিচ্ছ তা? জানিনা….।
শুধু জানি এখন আমার চলে যাওয়াই উত্তম! তাই চলে যাচ্ছি।

২০ জুলাই ২০১৫ ইং, সকল ;
বড়লেখা, মৌলভীবাজার।

0.00 avg. rating (0% score) - 0 votes