কথোপকথন

দেখেছিস ভাই,
কেমন করে ক্রমান্বয়ে শিক্ষার হার যাচ্ছে বেড়ে মোদের দেশে।

শিক্ষার হার বাড়ানোর মানে
কি দাঁড়ালো? শিক্ষার মান তো জলে গেলো! অবশেষে।

“শিক্ষার মান জলে গেলো” বলিস কি তুই? আমি তো দেখছি শতকের কোঠা করছে ছুঁই ছুঁই।

ওরে বোকা কেন বুজিস না,
-পাশ করা বিদ্যা মানেই নয় সুশিক্ষা।
সার্টিফিকেট আর GPA-5 এর সমুদ্রে
সুশিক্ষা যে তালিয়ে যাচ্ছে।
মেধা শুন্যতা দেখা দিচ্ছে।
সে দিকে তোর খেয়াল আছে?

তাই তো! ভাই তুই ঠিক বলেছিস, হার বাড়িয়ে কি লাভ হলো? বিমিময়ে মান টুকুও জলে গেলো।
অবশেষে।

[বি.দ্রঃ বর্তমান প্রেক্ষাপটের উপর রচিত।]

রচন কাল:
০৮/১০/১৫ ইং

0.00 avg. rating (0% score) - 0 votes