মায়ের চরণ চুমি (গীতি কবিতা)
—-সুহেল ইবনে ইসহাক
মায়ের মনের সকল ব্যাথা
দূর করে দাও হে বিধাতা,
শুধাই তোমায় আমি,
চোখের জলে বুক ভেসে যায়
মায়ের চরণ চুমি I
মা যে আমায় ঘুম পাড়াতো
শোলক বলে মন ভরাতো,
সেই মা ই এখন গভীর শোকে,
শান্তনা দেই কোন শোলকে
বল অন্তর্যামী II
চোখের জলে বুক ভেসে যায়
মায়ের চরণ চুমি I
আজ চোখ খুলে মা তাকিয়ে থাকে খোকন বলে ডাকতে থাকে,
মায়ের ডাকের মিষ্টি সুরে
চোখ থেকে তাই অশ্রু ঝরে,
চোখের আড়াল আমি II
চোখের জলে বুক ভেসে যায়
মায়ের চরণ চুমি I
রচনা কাল: মার্চ ২৫, ২০১৫