বিচ্ছেদ বেলা
এম,এ,এইচ রাজু
ক্ষমা করো তাই ভালো; করবে না?
বেশতো শাস্তি দাও খুশি যত।
আজ অন্য পথে হাঁটছো তুমি; দোষটা কার?
সেটাও তুমি বলবে না।
তোমার পথ উল্টোরথ; কিছুই কি করবে না?
বেশতো ভুল ভাঙ্গলে কেঁদো না।
উপহারগুলো ফেরৎ হা হা হা ; উপহার কি
ফেরৎ
হয়?
ভাল-মন্দ শিখলে না।
যাচ্ছি তবে ফিরবো না ; খারাপ কি লাগছে
না?
অনুতাপে কাঁদবে যখন আমায় কিন্তু পাবেনা।
হাঁসছো তুমি এমন সময়; রঙিন ভেলায় ভাসছে
সময়?
নতুন নেশায় ভুললে তুমি কোনটা তামা
কোনটা
সোনা।
যাচ্ছি তবে বিদায় বলো ; এইটুকুও বলবে না?
নিজের ভুলে নিজেই দোষী ক্ষমা নিজেকেও
করবে না।