নতুন খাতা
এম,এ,এইচ রাজু
শেষ যেখানে রেখে গিয়েছো ঠিক
সেখানেই
দিনের পর দিন পেড়িয়ে বৎসর, যুগ।
চোখের সামনেই ধীরে ধীরে ছোট বটগাছটি,
কত মানুষের সুখ-দুঃখের সাক্ষী হয়ে
ডালপালা ছড়ালো।
এই আমারি পায়ের নিচে কত ঘাস অ-
স্বাভাবিক ভাবে,
নিজের অধিকার আদায়ের নেশায় বেড়েছে।
চোখের সামনেই কত কাঁকরোলের গাছ
কতবার,
নিজের স্বার্থ সিদ্ধির জন্য স্থান পরিবর্তন
করেছে।
শুধু আমি এখানেই দাঁড়িয়ে কালের সাক্ষী
হয়ে,
কয়েক যুগ ধরে তোমার ফেরার পথ চেয়ে।
হয়তো কোন এক সন্ধ্যাবেলায় ক্লান্ত
শরিরে,
ফিরে এসে বলবে হাঁটুগেড়ে,
প্রকৃত ভালবাসায় পরিক্ষা হয়
ধৈর্যের,মহত্বের।
উত্তীর্ণরাই বেঁচে থাকে যুগের পর যুগ আদর্শ
হয়ে
সুখ পায় অল্প কয়েক দিন যা স্বর্গের।