দৃষ্টান্ত

অনুকবিতা
দৃষ্টান্ত
এম,এ,এইচ রাজু
দিন হতে দিন হবে কঠিন
বুঝতে কি পেরেছি কভূ।
ভালবাসা থেকে সবাই শুধু খুজে মধু
আড়ালে যে থাকে যার বিষ,
খুজতে যাই নি প্রভু।
ভালবাসা বেশ শক্ত বড় সত্য
তাতেই কত নির্দয়ের মন হয়েছে শান্ত।
ভালবাসা বেশ কোমল অনেকটাই নরম
তাতেই হারিয়েছে কত শাসক শমভ্রম।
উদ্দেশ্য-তিথী
৩০-০৯-২০১৫

0.00 avg. rating (0% score) - 0 votes