জীবন বৃক্ষ

জীবন বৃক্ষ
এম,এ,এইচ রাজু
চাঁদের আলোয় নিজের অস্থিত্বহীন জীবনের
প্রতিচ্ছবি দেখেছি।
হুবহু যেন এই আমি ছায়া হয়ে পড়ে রই
যেদিকে আলো গড়ায় ঠিক সেদিকে আমিও।
শুধু সেই জীবনের প্রতিচ্ছিতে দেখতে
পাইনি,
আমার নাক,মুখ আর অমানুষি আত্মা।
আয়নায় সামনে দাঁড়িয়ে কতবার নিজেকে
নিজে,
আবিষ্কার করেছি চামড়ার দেয়ালের
আড়ালে পশুত্বটাকে।
হাজারো বার শপদ করেছি যখনি কোন
রোগাক্রান্ত হতাম,
এই আমি হব মানুষ বিবেকের ডাকে।
আকাশ পথে কিংবা সমুদ্র যাত্রায় কতবার
নিজেকে চিনেছি মৃত্যুর ভয়ে,
করেছি শপদ বিবেকের ডাকে।
কতদিন ভাঙ্গা গড়ার দর পতনে নিজেকে
নিজে,
সঁপিয়ে দিয়েছি মানব রক্ত পানকারীদের
কাছে।
উল্লাসে হেসেছি বহুবার অন্যের ক্ষতির
কারণ হতে পেরে,
আজ ক্লান্ত দেহে বুঝেছি নিজের ক্ষতিতে
সত্যি আমি মানুষ হবো মানুষের ডাকে।

0.00 avg. rating (0% score) - 0 votes