রাত্রী বেলা

রাত্রী বেলায় দেখি গগণ পানে চেয়ে,
অগণিত তারার মেলা এ যেন স্বর্গের লীলা।
র্পূণিমার চাঁদের আলো পরে নদীর জলে ঝলমল করে,
অম্যাবর্সার অন্ধকারে মাঝে ছোষ্ট পোকা জোনাকিরা খেলে।
মধ্যরাতে ঝোপে ঝারে শন শন শন শব্দ শুনে,
হঠাৎ একলা পথিকের মনটা কেপে ওঠে।

0.00 avg. rating (0% score) - 0 votes