মিতালী

জুঁই তুই সাথী হবি ডেকে কয় চম্পা,
কিযে বেথা তার মনে জুঁই ফেলে কম্পা।
পাশাপাশি দুটি গাছ কাছাকাছি থাকে তো,
সারাদিন চম্পা তা জুঁই জুঁই ডাকে তো।
বাতাসের আহবাণে ডাক আরও বারটি,
দু জনের বুকে তাই মিতালীর আর্তি।
এত ডাক এরিয়ে কী থাকা যায় বল তো,
চম্পার গায়ে জুঁই তাই ডালে ডালে তো।

0.00 avg. rating (0% score) - 0 votes