জানিও আমায়
________
একসময় দেখা যাবে,
ঝরছে না আর পাহাড় থেকে ঝরনাধারা,
হবে না কবিতাগুচ্ছ লেখা,
গল্পদুটো লিখতে লিখতে কালি শুকিয়ে যাবে কলমটির।
জানো,
আজ আমি বড় ক্লান্ত জনশূন্য শহরে সারাবেলা খুঁজেছি,
বিশাল আকাশ,মহাসাগর, রাতের তারা, সন্ধ্যা জনাক,
তারা হয়তো জানে না আমি আবার আসিবো ফিরে।
আচ্ছা প্রেম সে কি কালো? সাদা? নাকি মিশ্র?
প্রতি রাতে এখনো তার উত্তর খুজি।
এই বোধয় আমার প্রথম প্রেম মানতে বড় কষ্ট হয়,
সত্যি কি তুমি ধরণি বুকে রয়েছো ?
জানিও আমায়।
লেখা___সোহেল মাহামুদ।
কিছু বলার ভাষা জানা নেই।
তবে এমনি ইচ্ছে যেনো সবার হয়।