ইচ্ছে করে

ইচ্ছে করে অনেক দূরে সবুজ বনে ঘুরতে,
লাল পূরীদের রঙিন ডানায় নীল আকাশে উরতে।
ইচ্ছে করে অনেক দূরে মেঘের ভেলায় ভাসতে,
ফুল কলিদের রাঙা ঠোঁটে ফুলের মতো হাসতে।
ইচ্ছে করে পাখির মতো কিচির-মিচির ডাকতে,
রংধনূর ঐ সাতটি রঙে দেশের ছবি আঁকতে।
ইচ্ছে করে জগৎ ঘুরে অজানাকে জানতে,
সাগর সেচে মুক্তো মানিক মুঠোয় ভরে আনতে।

0.00 avg. rating (0% score) - 0 votes

৩ thoughts on “ইচ্ছে করে

Comments are closed.