আয় পাখি

আয় পাখি
___নিয়াজ মাহমুদ

এ জগতে কত কিছু আসে আর যায়
অভাগার দানটুকু ঠেলে দিলে পায়!
তাতে কিছু নয় ওরে তাতে কিছু নয়;
যে ফুলে গড়িতে মালা
কেটে গেলো সারাবেলা
তাই নিয়ে ছেলে খেলা
সে কি শোভা পায়?
এটা ঠিক নয় ওরে এটা ঠিক নয়।

তরু তলে পড়ে আছে ছোট ছোট ফুল
ভ্রমর সুবাসে তার হইলো আকুল।
সেতো কছু নয় ওরে সেতো কিছু নয়;
যে ফুল ধরার তলে
সাজাও পূজার থালে
সে ফুল কি করে মলে
দিয়ে গেলে পায়।
এটা ঠিক নয় ওরে এটা ঠিক নয়।

আমার হৃদয় মাঝে এসো নন্দিনী
স্বর্গে মাঝে যেথা ছোট রাজধানী;
নয় কোন ছলা-কলা নয় পাগলামী
আয় পাখি ঘরে আয়
কলিজাটা পুড়ে যায়
যদি তোর মনে হয়
মানুষ আমি।
এসো তবে এই বুকে নয় পাগলামী।

0.00 avg. rating (0% score) - 0 votes