বনফুল

Niaz Mahmud's photo.

বনফুল
___নিয়াজ মাহমুদ

হে চির সুন্দর মনোহর ফুল,
তুমি কত শোভাময় ছোট বনফুল।

বৃক্ষ-লতায় তুমি শাখায়-শাখায়
তুমি সারা পল্লবে,পাতায়-পাতায়
অলংকার হয়ে যেবা খুসবু ছড়ায়
রঙে রঙে নিশী-দিন ভূবন মাতায়
সে রঙে মুগ্ধ হলো কালো ভিমরুল
তুমি কত শোভাময় ছোট বনফুল।

অবাক সৌন্দর্যের এই বিশ্ববলয়
তুমি আছো বনফুল তাই মনে হয়
তুমি আছো মধুপের ভালোবাসায়
মানুষের হৃদয়ের মনিকোঠায়
রাঙালে কখনো কোন যুবতীর চুল
তুমি কত শোভাময় ছোট বনফুল।

0.00 avg. rating (0% score) - 0 votes