জাগনিয়া
___নিয়াজ মাহমুদ
ও আমার বাংলা মা,
তুমি আমার প্রাণের প্রাণ ওগো;
কতযে তোমায় ভালোবাসি আমি
কি করে বলিবো মাগো…
ও মা, তুমি হাসলে আমি হাসি
ও মা, তুমি বাজাও প্রাণে বাঁশি।
মনে কি পড়ে সেদিনের স্মৃতি গুলো;
কতযে জীবন ধূলায় লুটিয়ে গেলো।
ও আমার বাংলা মা….
ঐ যে শোনো জাগনিয়া সুর বাজে
জাগো তুমি জাগো,জাগো,জাগো
দুয়ারে তোমার বীর সন্তান
দাঁড়ায়ে রয়েছে মাগো।
ও আমার বাংলা মা,
তুমি আমার প্রাণের প্রাণ ওগো;
কতযে তোমায় ভালোবাসি আমি
কি করে বলিবো মাগো..
(সংক্ষেপিত)