ওগো সুন্দর

ওগো সুন্দর
___নিয়াজ মাহমুদ

এই দেশ, এই মাটি, শ্যামলিমা প্রান্তর;
অবাক করেছো মোরে তুমি কত সুন্দর!
আমার আকাশ-মাটি,
আমার সোনার বাটি
সকলি তোমারই ওগো কি আছে আমার?
ধন্য করেছো মোরে ওগো সুন্দর।

এই প্রেম, এই সুখ সকলি তোমার
তোমার বুকেতে মোর ভব-সংসার।
যত দূরে চোখ যায়
নিজ বলে মনে হয়
যা কিছু আমার বলি সকলি তোমার
ধন্য করেছ মোরে ওগো সুন্দর।

জীবনের কত দিন ক্ষয়ে ক্ষয়ে যায়
সব কিছু ভূলে থাকি তোমার মায়ায়।
দেখিলে তোমার মুখ
এ’কেমন সুধা-সুখ
জেগে ওঠে হৃদয়ের কানায় কানায়
দেখে তোরে সারাদিন নয়ন জুড়ায়।

0.00 avg. rating (0% score) - 0 votes