আয়রে
___নিয়াজ মাহমুদ
আয়রে আমার আশার আলো
আয়রে আমার ঘরে,
সোনালী রোদের মত।
আয় ছুটে আয় খোলা জানালায়
একটু একটু করে,
আলোর ফিনকি যত।
আয় ছুটে আয় উদাস হাওয়া
আয়রে আমার বুকে,
লাগুক নেশার মতন।
আয় ছুটে আয় এহেন বেলায়
জীবন নদীর বাকে
আয়রে আমার আপন।
আয় ছুটে আয় সন্ধ্যে বেলায়
করিসনে আর দেরি,
আয়রে ছুটে আয়;
আয়রে আমার বিদায় বেলায়
আয়রে তারাতারি
যায়রে সময় যায় ।