আমরা শিশু
___নিয়াজ মাহমুদ
আমরা সবাই ফুলের কুঁড়ি
ফুলবাগানে থাকি ,
আমরা সবাই গানের পাখি
ভোরের বেলায় ডাকি।
আমরা সবাই কালের সূরুজ
কালকে করিব জয়,
আমরা মানিনা বাধা কোনো
আমরা আকুতোভয়।
আমরা সবাই সবার রাজা
আমরা বজ্র শিশু,
আমরা ভাঙিব যুযুর রাজ্য
আমরাই সমিপেশু।
আমারা এনেছি স্বর্গ থেকে
অজানা সুখ মালোতি;
আমারা মায়ের বুকের মাঝে
বিধাতার আকুতি।
আমরা নতুন, আমরা শিশু
আদরে আদরে ভরা,
আমরা সকল বাঁধন ছিড়েছি
আমরা সবার সেরা।