অগচর

অগচর 
___নিয়াজ মাহমুদ

এ জগতে দেখিয়াছি
বলে কিছু নাই;
যাহা কিছু দেখিয়াছি
সব কিছু ছাই,
যাহা কিছু দেখিনাই
সব কিছু তাই।

কত কান্না, কত হাসি
তার মাঝে কিবা আছে।
কত কথা মুখে বলি
কিবা সত্য,কিবা মিছে।

কত আনন্দ, কত ব্যাথা
প্রাণের মাঝে কেবা দ্যাখে।
কত দ্বেষ কত দয়া
মনের খবর কেইবা রাখে।

কেইবা রাখে কাহার খবর
বুকের মাঝে কিসের কবর
কিছুই দেখিনাই।
অগচরে যাহা কিছু
সব কিছু তাই।

এখানেই শেষ কথা
বলে কিছু নাই;
না বলা যাহা কিছু
কথা ঠিক তাই।

0.00 avg. rating (0% score) - 0 votes