স্বপ্নের রানী

(স্বপ্নের রানী)
___নিয়াজ মাহমুদ

___সূচনা পট___

মৌ-বিরহিনী স্বপ্নের রানী,
কোথা থাকো জানিনা ছাই;
নিশী প্রহরে নিদ্রার ঘোড়ে
শুধুই তোমাকে পাই॥

নিশী ফুড়ালে এদুটি চোখে
দেখি শুধু ধোঁয়া,ধোঁয়া;
পাঁচটি বছর কেঁটে গেল তবু
পেলামনা তার ছোয়া॥

তুমি শুধুই মেয়ে একটি
তাঁরকার মত জানি;
রাত্রী কালে শুধুই গল্প
দিবশে পাগল আমি॥

হাঁসনাহেনা দু-চোখ মেলে
চাঁদ-তাঁরার হয়রানি।
নিঝুম-নিরালায় বসে আছি
শুধুই তুমি আমি॥

বলোনিকো কভূ ভালবাসি
আমি,দিয়েছ শুধুই ধোকা;
ধিরে,ধিরে আমি হৃদ-মৌনে
হয়েছি বড্ড বোকা॥

সুপ্ত কাঙালের ধন চুরি করে
আবার আসে সে ফিরে;
এমনি করে দশটি বছর
কেঁটে গেল ধিরে,ধিরে॥

___ শেষ পট___

বেলা বারোটার জল ভ্রমনে
পেল সন্ধ্যাঁর বাও,
পদ্মার চপলা জল তরঙ্গ
ভাঙিয়াছে ডিঙি নাও॥

তার পরে কি হলো জানিনা
ভোর হয় ধিরে,ধিরে।
চক্ষু খুলে দেখি আমি
এক ইট-কাষ্টে ঘরে॥

শিহরে এক সেবিকা তাকিয়ে
কাঁপেনাকো তার বুক;
অবাক কান্ড!এতো আমার
স্বপ্ন রানীর মুখ!!!

আমি কিছু বলার আগে
জব্দ করলো মোরে,
“দশটি বছর অনেক খেলেছ
আর নয় খেলা ওরে”॥

0.00 avg. rating (0% score) - 0 votes