(মানব জাতি)
___নিয়াজ মাহমুদ
আমরা মানব জাতি…
পৃথিবীর এই রং মহলে…
দু-দিনের অতিথী॥
আমরা মানব জগতের মাঝে
একটাই পরিচয়;
ধর্ম-বর্ণ,জাতিভেদে আজ
বিচিত্র অতিশয়॥
জগতপতির অবারিত এই
সৃষ্টির মহীমায়
কেউবা শ্বেত,কেউবা পিত্ব
কেউবা কৃষ্ঞকায়॥
তাই বলে কি ভিন্ন হয়রে
আনন্দ আর ব্যঁথা?
অন্য প্রাণে পাবে কি খুজে
মানবের মানবতা?
এই নামেতে জগৎ জুরে
বেঁচে আছেন যারা;
সকল দেহে বইছে জাতির
একই রক্তধারা॥
কেউবা হিন্দু,কেউবা মুসলিম
বৌদ্ধ, খ্রীস্টান।
ধর্ম-বর্ণ পারেনি ভাঙতে
সৃষ্টির সংবিধান॥
সুখের আঁচে সকল হৃদয়
নাচে ধরাতল।
বেদনাতে ঝরে সবার
সমান অশ্রুজল॥
জগৎ জুরে মান-অভিমান
হাসি,কান্নার খেলা।
সবারই আছে ক্ষুধা-তৃষ্ঞা,
প্রেম-বিরহ জ্বালা॥
মানুষের জন্য মানুষ বাঁচে
দেশের জন্য জাতি;
হৃদয়ের লাগি ভালবাসা
প্রেমময় বসুমতি॥
মুছে ফেলো সব দ্বিধা,সংঘাত
আপনার সংসারে।
আমাদের পৃথিবী আমাদের হাতে
সাজাব নতুন করে॥