ফুসফুস ক্যান্সার

Niaz Mahmud's photo.

ফুসফুস ক্যান্সার

জানি, তোমার কণ্ঠে দুলছে
বিষালক্ষের হার।
আবাদ করেছ বক্ষে তোমার
ফণীমনসার ঝার।
নয়নে তোমার সুরমার মত
হীরক চূর্ণ গজে।
চরণে তোমার জিঞ্জীর সম
অগ্নি ঘুঙুর বাজে।

অতঃপরও আমি পারিবনা দিতে
তোমাকেই অধিকার;
শুননা যেন এখন আমার
ফুসফুসে ক্যান্সার।

0.00 avg. rating (0% score) - 0 votes