প্রেম

Niaz Mahmud's photo.

Niaz Mahmud to নবীনদের কবিতার ঝুলি

প্রেম

এ কোন পরশে আজিকে আমার
হৃদয় ভরিলেম;
সবার উপরে মানুষ বড়
তাহার উপরে প্রেম॥

প্রেমই দিয়েছে সাজানো পৃথিবী
প্রেমই দিয়েছে মন,
প্রেমই দিয়েছে এই পৃথিবীতে
সর্গীয় আয়োজন॥

প্রেমের তুলনা কখনো করনা
প্রেম প্রেমেরই মতন।
আমরা সেকথা যাই শুধু ভুলে
করিতে পারিনা যতন॥

(সংক্ষেপিত)

0.00 avg. rating (0% score) - 0 votes