সেজদা

সেজদা

———–নিয়াজ মাহমুদ।

আজিকে আমার ভব সংসার
সাঙ্গ হল প্রাণে।
কে দিবে আমায় পূনর্বাসন
জগতের মাঝখানে॥

যতই বিধি যাওগো সরিয়া
থাকিবো তোমার চরণে পরিয়া
সকল যাতনা বুকেতে বেধেছি
লোচনে অশ্রু দরিয়া।

আজিকে আমার না পাওয়ার জ্বালা
জাগিয়া উঠিলো মনে;
তুমি কেন বিধি আড়ালে থাকো
দেখা দাও নির্জনে॥

আমাকে তুমি দিওনা ঠেলে
তোমার দুয়ারে এসেছি বলে।
ধূলায় লুটিবে সকল বেদনা
তোমার করুনা পেলে॥

আমার মত মহাপাপি কেহ
তোমার জমিনে নাই;
আমকে তুমি যে করুনা করিবে
একধা ভাবিনা তাই॥

তবুও আমর শেষ সম্বল তুমি
“সর্বশক্তিমান”;
তোমারি চরণে আজিকে আমায়
করগো বলিদান॥

0.00 avg. rating (0% score) - 0 votes