(তরিঘরি)
এসো ফিরি, তরিঘরি
ঘাটে মোর নাও।
নিলাজ প্রেমেতে মোর…
কূলেতে ভিরাও॥
তরিঘরি নাও তরী ভরি,
আর এতটুকু পাবেনাকো বিভাবরি
তাই তরিঘরি
নাও তরী ভরি।
এসো মোর পাশপাশি
অবাক জোঁছোনা রাশি
হেসে বলে এইতো সময়।
তুমি কেন দূরে থাকো?
মনেমনে কাছে ডাকো
কি কারনে এত অভিনয়।
হেলায় হেলায় ঠেলে
দিওনাকো রসাতলে;
এমনো মধুরো বিভাবরি।
যদি তুমি ভালোবাসো
ফিরে এসো,ফিরে এসো
না করে কোন লুকোচুরি।
তাই তরিঘরি
নাও তরী ভরি।