যদি জীবনটা হতো একটি ঐ সার্কাস

If Life Was A Circus: অনুবাদ কবিতা
CIRCUS
যদি জীবনটা হতো একটি ঐ সার্কাস
হতেম আমি গেঁয়ো বিদূষক;
টাট্টু ঘোড়ায় চড়ে হতো ভ্রমণ বিলাস
হতো উৎসব হৃদয়ে পুলক।

যদি জীবনটা হতো একটি ঐ সার্কাস
হতো তাবুর নীচে সুন্দর ভুবন;
চিরদিন শুধু প্রেম প্রীতিতে এ স্বর্গবাস
নতুবা একদম মিছে এ জীবন।

যদি জীবনটা হতো একটি ঐ সার্কাস
মনোরঞ্জনের এক ক্রীড়াভূমি;
তুমি আমি, ওই চিরসাথি সতত পাশ
হৃদয়ে ভালোবাসা খাঁটি প্রেমী।

আসলে এই জীবনটা কই সে সার্কাস
নই যে কেহ আর জবুথুবু ভাঁড়;
অভিনয় কৌতুক অশান্ত উষ্ণ দীর্ঘশ্বাস
এ জীবন ঘড়ি, ঘুরছে বৃত্তাকার।

মূল: Heather Burns

0.00 avg. rating (0% score) - 0 votes