একটা দিন প্রতিদিনকার মত হয়না

একটা দিন প্রতিদিনকার মত হয়না
একটা সময় অন্য যে কোন সময়ের
চেয়ে ভিন্নতর হয়
সময়ের ভাজে ভাজে সময়
অক্ষুন্ন থাকে একটা নিদৃষ্ট সময়
অন্তহীন মহাকালের মাঝে সৃষ্টি এবং শেষ যেমন
বৈশিষ্ট পুর্ণ হয়…

কাছে পাওয়া আর যেন দুরে সরে যাওয়া
জীবন তথা যাপিত সময়
এক ও অভিন্ন হয়।

কষ্টের ক্ষত যেমন স্রোতস্বিনী নদীর মত
একদিন নিঃস্তরঙ্গ হলেও শ্যাওলা কাকড়
বালির আলিঙ্গনে জলহীন কোন এক বাকে
নৌকার গোলুইয়ের মত
জলের অপেক্ষায় থাকতে হয়।

একটা দিন কামুক চোখ অন্ধ হলেও স্নিগ্ধ স্পর্শের সুবাসিত ঘ্রান ভিন্নধর্মী অনুভূতি
পুলকিত যৌবনের বাহক হয়….

একটা দিন প্রতিদিনের মত নয়..
ক্ষণিকের ভালোবাসা হলেও আবেগের বিরহতাড়িত ক্ষণ দীর্ঘায়িত হয় ।

0.00 avg. rating (0% score) - 0 votes